মঙ্গলবার   ২৮ অক্টোবর ২০২৫   কার্তিক ১৩ ১৪৩২   ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭৮

শান্তিগঞ্জে যুবকের আত্মহত্যা  

শান্তিগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২২  

শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের বাসিন্দা বিকাশ দাস (৪০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আত্মহত্যার ঘটনাটি ঘটেছে রবিবার(৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে। বিকাশ দাস শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের মৃত মনোরঞ্জন দাসের ছেলে।

 

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৫ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯ টায় ভিকটিম বিকাশ দাস ও তাঁর স্ত্রী শিউলী রাণী দাস তাদের ছেলে মেয়েকে নিয়ে রাতে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে বিকাশ দাস ও তাঁর স্ত্রী শিউলী রাণী দাস প্রকৃতির ডাকে বাহির হন এবং পরে বসত ঘরে ঘুমিয়ে পড়েন। পরে রাতের কোন এক সময় পরিবারের লোকজনদের অগোচরে তাদের বসত বাড়ীর সামনে করচ গাছের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। 
তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশের সুরতহাল প্রস্তুত করেন। 

 

ভিকটিম বিকাশ দাসের ছোট ভাই বিধান দাস জানান, আমার ভাই বিকাশ দাস দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভূগছিলেন। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরো খবর